thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

ইয়াঙ্গুনের দুই শিল্পাঞ্চলে সামরিক আইন জারি

২০২১ মার্চ ১৫ ১৩:৫৩:০৮
ইয়াঙ্গুনের দুই শিল্পাঞ্চলে সামরিক আইন জারি

দ্য রিপোর্ট ডেস্ক: চীনা অর্থায়নে পরিচালিত কয়েকটি কারখানায় আগুন দেওয়ার পর মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের দুটি শিল্পাঞ্চলে সামরিক আইন জারি করা হয়েছে।

ইয়াঙ্গুনের হ্লাইংথায়া ও শোয়েপিথা শিল্পাঞ্চলে সামরিক আইন জারি করা হয়েছে। তার পরও দেশটির আন্দোলনকারীরা সোমবার জান্তাবিরোধী আরও সমাবেশ করার পরিকল্পনা করেছে।

গত ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর থেকে রবিবার সবচেয়ে রক্তাক্ত দিন দেখেছে মিয়ানমার, এদিন দেশজুড়ে ৩৯ জন নিহত হয়েছেন।

মানবাধিকার সংস্থা অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানিয়েছে, ইয়াঙ্গুনের হ্লাইংথায়া এলাকায় নিরাপত্তা বাহিনী গণতন্ত্রপন্থি ২২ প্রতিবাদকারীকে হত্যা করেছে। এ ছাড়া দেশটির অন্যান্য স্থানে আরও ১৬ প্রতিবাদকারী ও একজন পুলিশ নিহত হয়েছে।

চীনা দূতাবাস বলেছে, হ্লাইংথায়ায় অজ্ঞাত হামলাকারীরা গার্মেন্টস কারখানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছে, এতে অনেক চীনা কর্মী আহত ও অনেকে ভেতরে আটকা পড়েছেন; তারা চীনা সম্পত্তি ও নাগরিকদের সুরক্ষা দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে।

বিক্ষোভকারীদের ধারণা, চীন মিয়ানমারের সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছে, যদিও বেইজিং তা অস্বীকার করেছে।

গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হ্লাইংথায়া শিল্পাঞ্চল থেকে কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া ওঠার পর নিরাপত্তা বাহিনী প্রতিবাদকারীদের ওপর গুলি ছোড়ে। ইয়াঙ্গনের এই অঞ্চলটিতে মিয়ানমারের বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন বসবাস করে বলে জানিয়েছে তারা।

সেনাবাহিনী পরিচালিত মায়াবতী টেলিভিশন জানিয়েছে, চারটি গার্মেন্টস কারখানা ও একটি সার কারখানায় আগুন দেওয়ার পর প্রায় দুই হাজার লোক দমকলের ফায়ার ইঞ্জিনগুলোকে ঘটনাস্থলে যেতে বাধা দিলে নিরাপত্তা বাহিনী সক্রিয় হয়।

আন্দোলনকারী মায়াত থু রয়টার্সকে জানিয়েছেন, সোমবার দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে প্রতিবাদের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইয়াঙ্গুনের বাসিন্দারা জানিয়েছেন, এদিন শহরের দুটি এলাকায় বিক্ষোভ করার পরিকল্পনা করেছেন তারা।

রবিবার গভীর রাত পর্যন্ত ইয়াঙ্গুনের কয়েকটি এলাকায় প্রতিবাদ অব্যাহত থাকার পর সহিংতা শুরু হয়।

এএপিপি জানিয়েছে, সর্বশেষ মৃত্যুর ঘটনাগুলো নিয়ে অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া প্রতিবাদে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১২৬ জনে দাঁড়িয়েছে। শনিবার পর্যন্ত ২ হাজার ১৫০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে এবং তিনশ জনেরও বেশি লোককে মুক্তি দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর