thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ৩৫ শতাংশ পর্যন্ত লভ্যাংশ দিতে পারবে

২০২১ মার্চ ১৫ ১৫:৪৫:১৮
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ৩৫ শতাংশ পর্যন্ত লভ্যাংশ দিতে পারবে

দ্য রিপোর্ট প্রতিবেদক:শর্ত সাপেক্ষে তফসিলি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো (এনবিএফআই) সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত লভ্যাংশ দিতে পারবে যা আগে সর্বোচ্চ সীমা ৩০ শতাংশ বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে বাংলাদেশ ব্যাংক লভ্যাংশের সীমা বাড়াতে সম্মত হয়। এর ফলে বাজার পুনরায় চাঙ্গা হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

এর আগে বাংলাদেশ ব্যাংক লভ্যাংশের সর্বোচ্চ সীমসা ৩০ শতাংশ বেঁধে দিয়েছিল। পরে এনবিএফআই এর লভ্যাংশের সর্বোচ্চ সীমা ১৫ শতাংশ বেঁধে দেওয়া হয়। পরে সেটি বাজারে বড় প্রভাব ফেলে ।এর ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম অনেক কমে যায়। লভ্যাংশ ঘোষণার সীমা বাড়ানোর দাবি তোলা হয় ভুক্তভোগী পক্ষ থেকে। সেই দাবীর প্রেক্ষিতেই বাংলাদেশ ব্যাংক বিএসইসির সাথে বৈঠকে বসতে সম্মত হয়। আজ সোমবার বিএসইসির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বৈঠকে, ব্যাংকগুলো আগে বেঁধে দেওয়া সীমার চেয়ে ৫ শতাংশ বেশি লভ্যাংশ দিতে পারবে বলে সিদ্ধান্ত হয়। অন্যদিকে এনবিএফআইগুলোর নগদ লভ্যাংশের সীমা না বাড়ানো হলেও বোনাস দেওয়া সুযোগ দেবে বাংলাদেশ ব্যাংক। ফলে ১৫ শতাংশ নগদ লভ্যাংশের পাশাপাশি সুবিধাজনক হারে বোনাস দেওয়া যাবে।

বৈঠকের বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে বৈঠক ফলপ্রসু হয়েছে। বাংলাদেশ ব্যাংক বৈঠকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লভ্যাংশের সীমা বাড়াতে সম্মত হয়েছে। এ সিদ্ধান্ত বাজারে স্বস্তি বয়ে আনবে বলেও জানান তিনি।

দ্য রিপোর্ট/এএস/১৫মার্চ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর