thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

তামিমদের পাত্তাই দিলো না নাজমুল একাদশ

২০২১ মার্চ ১৬ ১৯:৫৯:০৯
তামিমদের পাত্তাই দিলো না নাজমুল একাদশ

দ্য রিপোর্ট ডেস্ক: প্রস্তুতি ম্যাচে তামিম একাদশের বিপক্ষে বড় জয় পেয়েছে নাজমুল একাদশ। নিউজিল্যান্ডের মাটিতে প্রস্তুতি দুই দলে ভাগ হয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ দলের সদস্যরা। যেখানে ৯ উইকেটে জয় তুলে নিয়েছে নাজমুলবাহিনী।

মঙ্গলবার নিউজিল্যান্ডের কুইন্সটাউনে প্রথমে ব্যাট করে মোহাম্মদ মিঠুনের অপরাজিত হাফসেঞ্চুরিতে ৫ উইকেটে ২৩৩ রান তোলে তামিম একাদশ।

দলের পক্ষে মিঠুন অপরাজিত ৬৬, বেনজি (নিউজিল্যান্ড) ৪৬, শেখ মেহেদী হাসান ৩৮ ও মাহমুদুল্লাহ রিয়াদ করেন ৩৫ রান।

৪২ রানে ৪ উইকেট নেন রুবেল হোসেন। ৪০ রান খরচ করে একটি উইকেট তুলেন ১ মোহাম্মদ সাইফ উদ্দিন।

জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে নাজমুলের দল।

লিটন-মুশফিক-মিরাজের হাফসেঞ্চুরিতে ১ উইকেট হারিয়ে ১৯ বল হাতে রেখে জয় তুলে নেয় তারা।

মুশফিক অপরাজিত থাকেন ৫৪ রানে। লিটন ৫৯ ও মিরাজ ৫০ রান তুলে বাকি ব্যাটসম্যানদের সুযোগ দিতে রিটায়ারহার্ট হন। ১৬ রানে অপরাজিত ছিলেন সাইফ উদ্দিন। একমাত্র উইকেটটি তুলেন মুস্তাফিজুর রহমান।

৫০ ওভারের এই ম্যাচে দুই দলে পাঁচজন স্থানীয় ক্রিকেটারকে নেয়া হয়েছে।

২০ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মূল লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ।

তামিম একাদশ

তামিম ইকবাল খান, নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী হাসান, নিউজিল্যান্ড ক্রিকেটার (১), নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আল আমীন হোসেন, নিউজিল্যান্ড ক্রিকেটার (৪)।

নাজমুল একাদশ

লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোগাম্মদ সাইফউদ্দিন, নিউজিল্যান্ড ক্রিকেটার (২), নিউজিল্যান্ড ক্রিকেটার (৩), শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, রুবেল হোসেন, নিউজিল্যান্ড ক্রিকেটার (৫)।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর