thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

বঙ্গবন্ধুর জন্মদিনে সাকিব-তামিমদের শ্রদ্ধা

২০২১ মার্চ ১৭ ১৪:১৮:২৫
বঙ্গবন্ধুর জন্মদিনে সাকিব-তামিমদের শ্রদ্ধা

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সারা দেশের জনগণের মতো শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের তারকারাও। নিজেদের সোশ্যাল মিডিয়ায় সর্বকালের সেরা বাঙালির জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানান সাকিব-তামিমরা।

মঙ্গলবার ছেলের বাবা হওয়া সাকিব আল হাসান বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানান ফেসবুকে। সন্তানের জন্ম উপলক্ষে জাতীয় দল থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব নিজের ভ্যারিফাইড অ্যাকাউন্টে বঙ্গবন্ধুর ছবি পোস্ট করে জন্মদিনে শ্রদ্ধা জানান।

বিশ্বজুড়ে কোটি বাঙালির মতো তারও অনুপ্রেরণা বঙ্গবন্ধু, এমনটা উল্লেখ করে সাকিব লেখেন, ‘আপনার কাঁধে ভর করেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ। যত যা-ই হোক না কেন, নিজেদের সেরাটা দিতে আমরা উদগ্রীব থাকি সব সময়। আপনার সুদূরপ্রসারী চিন্তা আমাদের দেয় আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।’

বঙ্গবন্ধু আদর্শে এগিয়ে যাওয়ার ও দেশের মর্যাদা অক্ষুণ্ন রাখার লক্ষ্যের কথা জানান বিশ্বসেরা অলরাউন্ডার। লেখেন, ‘আমাদের দেশ ও পতাকার মর্যাদা সমুন্নত রাখা ছিল আপনার লক্ষ্য, আজ সেটা আমাদেরও লক্ষ্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনে রইল বিনম্র শ্রদ্ধা।’


সাকিবের মতো দেশের বাইরে আছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দলবল নিয়ে নিউজিল্যান্ডে আছেন সিরিজ খেলার অপেক্ষায়। তারই ফাঁকে জাতির জনককে শ্রদ্ধা জানান তিনি ফেসবুকে। বঙ্গবন্ধুর ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিনে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’

বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ছবি ব্যবহার করেছেন তামিম। ছবির ওপর জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি ছাড়াও লেখা ‘জাতির জনকের ত্যাগ হোক, নতুন প্রজন্মের অনুপ্রেরণা’।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর