thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

আজ রাতে মিরপুর মাতাবেন জেমস

২০২১ মার্চ ১৭ ১৪:৪৯:২০
আজ রাতে মিরপুর মাতাবেন জেমস

দ্য রিপোর্ট প্রতিবেদক: টানা এক বছর দর্শক-শ্রোতাদের থেকে দূরে ছিলেন কিংবদন্তি ব্যান্ড তারকা জেমস। মহামারি করোনার কারণে বন্ধ ছিল সব ধরণের কনসার্ট, সঙ্গীতানুষ্ঠান। করোনা পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ার সুবাদে সম্প্রতি তিনি ফিরেছেন কনসার্টে। মাতিয়েছেন মিরপুরের একটি অনুষ্ঠান।

আবারও মিরপুরের মঞ্চে উঠছেন জেমস। আজ ১৭ মার্চ মিরপুর সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট। সেখানেই সঙ্গীত পরিবেশন করবেন জেমস।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত হচ্ছে এই কনসার্ট। ‘ঢাকা ১৬ আসনের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এ কনসার্টের ব্যবস্থাপনার দায়িত্বে আছেন সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ।

জানা গেছে, নগরবাউল জেমস রাত ৯টা নাগাদ মঞ্চে উঠবেন। এরপর শোনাবেন তার ঝাঁজালো পরিবেশনা।

প্রসঙ্গত, করোনার এই দীর্ঘ সময়ে কনসার্ট বন্ধ থাকলেও জেমস সক্রিয় ছিলেন তার সৃষ্টিশীল কাজে। তিনি একজন গুণী চিত্রগ্রাহকও। এই সময়ে তিনি ক্যামেরাবন্দী করেছেন দেশের কয়েকজন আলোচিত অভিনেত্রীকে। সেসব ছবি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলো বেশ প্রশংসিত হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর