thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

চলতি বছর সব ক্রিকেটীয় আসরের নাম হবে বঙ্গবন্ধুর নামে

২০২১ মার্চ ১৭ ১৯:১৭:০৬
চলতি বছর সব ক্রিকেটীয় আসরের নাম হবে বঙ্গবন্ধুর নামে

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশজুড়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বাঙালী জাতির এমন মহিমান্বিত দিনটি উদযাপন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। দিনব্যাপী চলেছে নানা আয়োজন।

এদিন বিসিবির উদ্যোগে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামের একাডেমী মাঠে কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত দিয়ে। এরপর দুস্থদের মাঝে বিতরণ করা হয় খাবার।

এসব কার্যক্রমে সামিল হতে বিসিবিতে আসেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। এসময় কথা বলেন গণমাধ্যমের সঙ্গে।

এসময় পাপন জানান, দেশের মাটিতে এই বছর যত ক্রিকেটীয় আসর হবে, সবগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজন করা হবে।

‘ঘরোয়া কিংবা আন্তর্জাতিক যতগুলো টুর্নামেন্ট আছে দেশে, তার সবগুলো বঙ্গবন্ধুর নামে হবে।’

দেশের বাইরেও কোনো সিরিজ কি বঙ্গবন্ধুর নামে আয়োজন সম্ভব কী না এমন প্রশ্নে পাপন বলেন, ‘এটা আসলে আমাদের হাতে না। সেটা যাদের সাথে খেলা, ওই দেশ ডিসাইড করে সিরিজের নাম কি হবে। এটা এখন পর্যন্ত আমরা চিন্তা করে দেখিনি। তবে দেশে ঘরোয়া বা আন্তর্জাতিক যে খেলাই হোক, আমরা বঙ্গবন্ধুর নামে করব।’

(দ্য রিপোর্ট/আরজেড/১৭মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর