thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

সপ্তাহের শেষ কর্মদিবসে সূচক ও লেনদেনে পতন

২০২১ মার্চ ১৮ ১৫:৩৭:৪৩
সপ্তাহের শেষ কর্মদিবসে সূচক ও লেনদেনে পতন

দ্য রিপোর্ট প্রতিবেদক: বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে । একই সাথে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট দর। আজ টাকার অংকে লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর মূল মূল্যসুচক ‘ডিএসইএক্স’ ৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৪৩৪ পয়েন্টে। ডিএসইর অন্য সূচক গুলোর মধ্যে শরিয়াহ সূচক ১ ৩পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ২৪৭ এবং ২ হাজার ৭৩ পয়েন্টে।

আগের দিন ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছিল ৬৯৮ কোটি টাকার শেয়ার ও ইউনিট। আজ বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৬৮৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এ হিসেবে আজ ডিএসইতে ১৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট কম লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৬০ টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৯ টির, কমেছে ২৩৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২ টির শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৭৫০ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৩২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ২৮ টির, কমেছে ১৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির। লেনদেন হয়েছে ২৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

দ্য রিপোর্ট/এএস/১৮ মার্চ ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর