thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

দলের ব্যাটিং নিয়ে হতাশ তামিম

২০২১ মার্চ ২০ ১৮:৩০:০০
দলের ব্যাটিং নিয়ে হতাশ তামিম

দ্য রিপোর্ট ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দলের ব্যাটসম্যানদের পারফরম্যান্সে হতাশ বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। ব্যাটসম্যানদের ব্যর্থতায়ই এমন হার উল্লেখ করে তামিম বলেন, গুরুত্বপূর্ণ সময়ে তারা উইকেট বিলিয়ে দেয়ায়ই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।

শনিবার সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ৪১.৫ ওভারে ১৩১ রানে অলআউট হয় বাংলাদেশ। ১৩২ রানের টার্গেট স্বাগতিকদের জন্য কঠিন কিছু ছিল না। মাত্র ২১.২ ওভারেই টার্গেট স্পর্শ করে ফেলে নিউজিল্যান্ড।

ডানেডিনে ইউনিভার্সিটি ওভালে ম্যাচ শেষে তামিম বলেন, ‘বেশ কিছু সহজ আউট হয়েছে। কোনো সন্দেহ নেই, তারা খুবই ভালো বল করেছে। কিন্তু আমাদের নিজেদেরই দোষ দিতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা আমাদের ব্যাটিং নিয়ে গর্ববোধ করে থাকি। কিন্তু আজ সেটা যথেষ্ট ছিল না।’

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে পাঁচ দিনের অনুশীলন ক্যাম্প ও নিজেদের মধ্যে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলে বাংলাদেশ। কোয়ারেন্টাইন থাকাকালীন ছোট-ছোট গ্রুপে অনুশীলনও করেছে তারা।

তবে অনেকেই বলেছেন, এই দলের বিপক্ষে প্রস্তুতি যথেষ্ট ছিল না। নিজেদের কন্ডিশনে অন্যতম শক্তিশালী দল কিউই। তবে তামিম জানান, পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই তারা খেলতে নেমেছিলেন।

তামিম বলেন, ‘আমরা এখানে বেশ কয়েকদিন ছিলাম। নিজেদের প্রস্তুতি নিয়ে কোনো অভিযোগ করতে পারি না। এটি আমাদের কাছে নতুন কিছু নয়, আমরা কী আশা করি, তা জানি এবং আমরা আরো ভালো পারফরম্যান্স করার আশা করি।’

লজ্জাজনক হারের ম্যাচে একটি ইতিবাচক দিক ছিল বাংলাদেশের। অভিষেক ম্যাচ খেলতে নামা শেখ মেহেদী হাসান ব্যাট হাতে ১৪ রান করেছেন। তার ছোট ইনিংসে একটি করে চার ও ছক্কা ছিল। তাই মেহেদীর প্রশংসা করেছেন তামিম।

তামিম বলেন, ‘মেহেদীর প্রথম শটটি দারুণ ছিল। সে এভাবে খেলতে পারলে খুশি হতাম। সে ভালো বোলিং করেছে, সে তার সামর্থ্যের প্রমাণ দিয়েছে।’

(দ্য রিপোর্ট/আরজেড/২০মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর