thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

১ সপ্তাহের মধ্যেই বাতিল হয়ে গেল সেন্সর ছাড়পত্র

২০২১ মার্চ ২১ ১০:৫৩:৩৬
১ সপ্তাহের মধ্যেই বাতিল হয়ে গেল সেন্সর ছাড়পত্র

দ্য রিপোর্ট প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে শাপলা মিডিয়া নির্মাণ করে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ নামের একটি চলচ্চিত্র। গত ১৪ মার্চ ছবিটি সেন্সর ছাড়পত্রও পায়। সে মোতাবেক আগামী ২৬ মার্চ সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য প্রস্তুতি নিচ্ছিল প্রযোজনা সংস্থা। কিন্তু এক সপ্তাহ পার না হতেই বাতিল হয়ে গেল চলচ্চিত্রটির সেন্সর ছাড়পত্র।

এ প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন বলেন, ‘সিনেমাটি জাতির জনককে নিয়ে নির্মিত। সে জন্য বাড়তি সতর্কতার সঙ্গে ছাড়তে হবে। শুরুতে সেন্সর পেলেও বোর্ডের কয়েকজন সদস্য মনে করছেন ছবিটি আবারও দেখা প্রয়োজন। তাই আপাতত ছাড়পত্র স্থগিত করে রাখা হয়েছে।’

শামীম আহমেদ রনির চিত্রনাট্যে ছবিটি প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করেছেন সেলিম খান। এ সিনেমায় দেখানো হবে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া শেখ মুজিবুর রহমান কীভাবে বাংলাদেশের অবিসংবাদিত নেতা হয়ে উঠলেন, সেই কাহিনি।

এতে জাতির পিতার চরিত্রে দেখা যাবে শান্ত খানকে। তার বিপরীতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। এ সিনেমা দিয়েই শিশুশিল্পী দীঘি নায়িকা হিসেবে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান।

(দ্য রিপোর্ট/আরজেড/২১মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর