thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

সাকিবের ব্যাপারে এখনই কিছু বলতে চান না আকরাম

২০২১ মার্চ ২১ ১৮:৫৩:৫৮
সাকিবের ব্যাপারে এখনই কিছু বলতে চান না আকরাম

দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ না খেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন বলে ছুটি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছিলেন সাকিব আল হাসান।

সাকিবের আবেদনে সাড়া দেয় বিসিবি, ছুটিও দেয় আইপিএলের জন্য। সাকিবের এমন আবদারে দেশের ক্রিকেট পাড়ায় তুমুল সমালোচনা শুরু হলে তাতে গি ঢালেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন, ক্রিকেট অপারেশন্স আকরাম খান।

তারা উল্লেখ করেন, সাকিবের টেস্ট খেলার প্রতি অনিহা। সে এই ফরম্যাটে খেলতে চায় না।

এমন কথার পর দীর্ঘ সময় ধরে আলোচনা সমালোচনা চললেও শনিবার ক্রিকফ্রেঞ্জি নামক একটি অনলাইন সংবাদ মাধ্যমে লাইভে এসে সাকিব স্পষ্ট জানান, আকরাম খান তার দেয়া চিঠি না পড়েই মন্তব্য করেন।

‘বারবার শুধু কথা হচ্ছে, আমি টেস্ট খেলতে চাই না। আমি নিশ্চিত, বিসিবিকে আমি যখন চিঠি দিয়েছি, যারাই বলছে যে, আমি টেস্ট খেলতে চাই না বা টেস্ট খেলব না, তারা চিঠিটা পড়েনি। এটা হচ্ছে একদম বড় কথা। আমি আমার চিঠিতে কোথাও উল্লেখ করিনি যে, আমি টেস্ট খেলতে চাই না। আমি শুধু উল্লেখ করেছি, আমি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এই সময়টাতে আইপিএল খেলতে চাই। এটাই বলেছি।

সাকিব আরও বলেন, ‘আমাদের ক্রিকেট বোর্ডে বেশ কয়েকজন আছেন, যারা বাংলাদেশের হয়ে খেলেছেন। তবে (বিসিবি পরিচালক খালেদ মাহমুদ) সুজন ভাই ছাড়া তারা কেউ সেভাবে জড়িত নয়। সুজন ভাই এবং পাপন ভাইকে ২০১৯ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের জন্য কৃতিত্ব দিতে হবে। তবে কৃতিত্ব দেওয়ার মতো বোর্ডের আর কাউকে খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় না তারা ক্রিকেট নিয়ে বেশি কিছু ভাবেন।’

সাকিবের এমন বিস্ফোরক মন্তব্যের পর দেশের ক্রিকেট মহল নড়েচড়ে বসেছে ঠিকই। এ নিয়ে কী প্রতিক্রিয়া আকরাম খানের?

জানতে চাওয়া হলে এখনই তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। জানিয়েছে, বোর্ড প্রধানের সঙ্গে আলাপ করে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন।

‘এই বিষয়ে এখনই কিছু বলব না আমি। আগে বিসিবি সভাপতির সঙ্গে কথা বলব বিষয়টি নিয়ে। এরপর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলব। এর আগে এই বিষয়ে কিছুই বলতে চাই না।’

(দ্য রিপোর্ট/আরজেড/২১মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর