thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

বিয়ে পাগল সারা

২০২১ মার্চ ২১ ১৯:০৪:৩৭
বিয়ে পাগল সারা

দ্য রিপোর্ট ডেস্ক: বলিউডের হালের ক্রেজ সারা আলী খান। বর্তমানে বর খুঁজছেন সাইফ আলী খান কন্যা। বধূবেশে ফটোশুট করেছে তিনি। আর লেহেঙ্গায় তাকে একদম দুলহান লাগছে।

জানা গেছে, মনীশ মালহোত্রার লেহেঙ্গা কালেকশন পরেছেন সারা আলী খান বাদামি রঙের ওপরে ভারী সোনালি কাজ। তার সঙ্গে মানানসই অলঙ্কার। ইনস্টাগ্রামে ফটো শেয়ার করে সারা লিখেছেন, ‘সুশীল, ঘরের কাজে নিপুণ ও সংস্কারি মেয়ের জন্য কোনও বিয়ের প্রস্তাব আছে?

আর এভাবেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন নায়িকা।

কেদারনাথ ছবিতে বলিউডে অভিষেক হয় সারা আলী খানের। তার বিপরীতে ছিলেন সুশান্ত সিং রাজপুত।

সবশেষ বরুণ ধবনের সঙ্গে ‘কুলি নম্বর ওয়ান’ ছবিতে শেষবার পর্দায় দেখা গিয়েছিল তাকে। সারার নতুন ছবি আতরঙ্গি রে। শিগগিরই ছবিটির কাজ শুরু করবেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/২১মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর