thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

‘ব্যাংক খোলা তো পুঁজিবাজার খোলা’

২০২১ মার্চ ২১ ২০:৫৬:২৫
‘ব্যাংক খোলা তো পুঁজিবাজার খোলা’

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা পরিস্থিতেতে ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারও খোলা থাকবে বলে জানিয়েছেনবাংলা‌দেশ সি‌কিউ‌রি‌টিজ অ্যান্ড এক্স‌চেঞ্জ ক‌মিশ‌নের (বিএসই‌সি) ক‌মিশনার অধ্যাপক ড. শেখ শামসু‌দ্দিন আহ‌মেদ।রোববার (২১ মার্চ) সন্ধ্যায় সি‌কিউ‌রি‌টিজ ক‌মিশন ভব‌নে ঢাকা স্টক এক্সেঞ্জ (ডিএসই) ব্রোকা‌র্স অ্যা‌সো‌সি‌য়েশনের প্র‌তি‌নি‌ধি ও শীর্ষ ব্রোকা‌রেজ হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা‌দের (সিইও) স‌ঙ্গে বৈঠক শে‌ষে তিনি এ কথা জানান।

সভায় তিনি বলেন করোনা পরিস্থিতিতে শেয়ারবাজার বন্ধ থাকতে পারে, এমন গুজব শোনা যাচ্ছে। এটি সত্যি নয় উল্লেখ করে তিনি বলেন, ব্যাংক যতদিন খোলা থাকবে পুঁজিবাজারও ততোদিন খোলা থাকবে। এবং সব কার্যক্রম চলবে।

সম্প্রতি পুঁজিবাজারে বড় ধরনের পতন চলছে। এর পেছনে কোন কারসাজি আছে কি-না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুঁজিবাজারে উত্থান-পতন থাকাটাই স্বাভাবিক। এখন পর্যন্ত কোন কারসাজির ঘটনা আমাদের নজরে আসেনি। সেরকম কোন কিছু আন্দাজ করতে পারলে আমরা ব্যবস্থা নেব।

সভায় অন্যান্যদের মধ্যে বিএসইসির নির্বাহী প‌রিচালক মোহাম্মদ রেজাউল ক‌রিম, বাংলা‌দেশ মা‌র্চেন্ট ব্যাংকার্স অ্যা‌সো‌সি‌য়েশ‌সের (বিএম‌বিএ) সভাপ‌তি মো. ছা‌য়েদুর রহমান ওডিএসই ব্রোকা‌র্স অ্যা‌সো‌সি‌য়েশনের (ডি‌বিএ) সভাপ‌তি মো. শ‌রিফ আনোয়ার হো‌সেন প্রমুখউপ‌স্থিত ছি‌লেন

দ্য রিপোর্ট/এএস/২১মার্চ ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর