thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ মে 24, ২৭ বৈশাখ ১৪৩১,  ২ জিলকদ  1445

উভয় বাজারেই ইতিবাচক সূচক

২০১৩ অক্টোবর ০৯ ১৫:৫৬:৩৪ ০০০০ 00 ০০ ০০:০০:০০
উভয় বাজারেই ইতিবাচক সূচক
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : দেশের দুই পুঁজিবাজারে টানা চার কার্যদিবস পতনের পর বুধবার সূচকের ঊর্ধ্বগতি দেখা গেছে । চার কার্যদিবসে ডিএসইতে সূচক কমেছে ১৬২ পয়েন্ট। বুধবার সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট। তবে চার কার্যদিবস পর সূচক বাড়লেও কমেছে টাকার পরিমাণে লেনদেন। ডিএসইতে লেনদেন হয়েছে ২২৫ কোটি টাকার।

সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বগতি শুরু হয় লেনদেন। তবে কিছুক্ষণ পর সূচকে পতন শুরু হলেও আবার ঊর্ধ্বগতি ফিরে আসে। ঊর্ধ্বগতির মধ্য দিয়ে শেষ হয়েছে সপ্তাহের চতুর্থ কার্যদিবসের লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩৮৩১ পয়েন্টে। ডিএসইতে মোট ২৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৩টি, কমেছে ৬১টি আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭৪৬১ পয়েন্টে। সিএসইতে মোট ২০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ৬৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৪ কোটি ৯০ লাখ টাকার।

(দিরিপোর্ট২৪/ ওএস/ এমডি/ অক্টোবর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর