thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

স্বাস্থ্য কমিয়ে চেনা রূপে চমকে দিলেন তনুশ্রী!

২০২১ মার্চ ২২ ১৮:০৯:১৮
স্বাস্থ্য কমিয়ে চেনা রূপে চমকে দিলেন তনুশ্রী!

দ্য রিপোর্ট ডেস্ক: বলিউডে একটা সময়ের সেনসেশন ছিলেন তনুশ্রী দত্ত। খোলামেলা দৃশ্যে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন। বিশেষ করে ‘আশিক বানায়া আপনে’ গানে তার উপস্থিতি এখনো দর্শকদের কাছে স্পেশাল মোমেন্ট হয়ে আছে।

সেই স্লিম, গ্ল্যামারাস ও আবেদনময়ী তনুশ্রী প্রায় হারিয়েই গিয়েছিলেন। বছর কয়েক আগে প্রকাশ্যে আসলেও তাকে চেনাই যাচ্ছিল না। কারণ স্বাস্থ্য বেড়ে তার রূপ অনেকটাই বদলে গিয়েছিল।

অবশেষে নিজের চেনা রূপে ফিরেছেন তনুশ্রী। স্থূলকায় রূপ থেকে আবারও আবেদনময়ী তিনি। বিস্ময়কর এই পরিবর্তনে তিনি চমকে দিয়েছেন সবাইকে।

বেশ কিছু দিন ধরেই তনুশ্রীর নতুন রূপের আবেদনময়ী ছবিগুলো ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দর্শকরাও দারুণ উচ্ছ্বসিত তার এই ফিরে আসা নিয়ে।

তনুশ্রী জানিয়েছেন, দীর্ঘ ১৮ মাস তিনি নিয়ন্ত্রণে ছিলেন। এই ১৮ মাসে তিনি ১৮ কেজি ওজন কমিয়েছেন। যার ফলে তিনি এখন একদম ফিট।

তনুশ্রীকে স্বাস্থ্যের প্রতি সচেতন দেখে অনেকের মনেই তার ডায়েট নিয়ে প্রশ্ন জেগেছিল। অভিনেত্রী ঠিক কী কী খেতেন, তা জানার চেষ্টায় ছিলেন সবাই। সেই তথ্য এবার জানালেন তিনি।

‘ইয়োগিক ডায়েট' মেনে চলতেন তনুশ্রী। ডায়েটে অবশ্যই থাকত ব্রকোলি। তবে এর পাশাপাশি আরও এক অদ্ভুত তথ্য দিলেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, বাড়িতে বানানো পিৎজাও খেতেন তিনি। সঙ্গে থাকত প্রোটিন সালাদ।

সামাজিক মাধ্যমে তনুশ্রী লিখেছেন, ‘পিৎজা স্বাস্থ্যের জন্য বেশ উপকারি। এর সঙ্গে প্রোটিন সালাদ আর জুস। আমার সারাদিনের খাওয়া ছিল।’

(দ্য রিপোর্ট/আরজেড/২২মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর