thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

কড়াইল বস্তির লেকে মা-ছেলের লাশ

২০২১ মার্চ ২৩ ১৩:২৩:৪৭
কড়াইল বস্তির লেকে মা-ছেলের লাশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর কড়াইল বস্তি এলাকার লেক থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, হাসি বেগম ও তার ছেলে নীরব। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনায়।

মঙ্গলবার সকাল ১০টার দিকে কড়াইল বস্তির বউ বাজার সংলগ্ন লেক থেকে নিহতদের মরদের উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড মনে করছে পুলিশ।

মা ও ছেলের লাশ উদ্ধারের বিষয়ে বনানী থানার ওসি নুরে আজম মিয়া বলেন, হাসি ও তার ছেলে নীরবের মরদেহ দেখে স্থানীয়রা আমাদের জানায়। পরে বনানী থানার একটি টিম গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে ঘটনাটি কী মনে হচ্ছে প্রশ্ন করা হলে বনানীর থানার ওসি বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করেছি হাসি ও নীরবকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহ হাসির স্বামী রুবেলের দিকে। আমরা ধারণা করছি, পারিবারিক কলহের জের ধরে সে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রুবেল পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি পলাতক রয়েছেন।

ওসি আরও বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া ইতোমধ্যে মরদেহের সুরতহাল শেষ করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর