thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ মে 24, ৩১ চৈত্র ১৪৩১,  ৭ জিলকদ  1445

জনবান্ধব হবে পু্ঁজিবাজার : অর্থমন্ত্রী

২০২১ মার্চ ২৩ ১৬:৫৬:১৩
জনবান্ধব হবে পু্ঁজিবাজার : অর্থমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:শক্তিশালী পুঁজিবাজার ছাড়া শক্তিশালী অর্থনীতির চিন্তা করা যায়না। এজন্য সরকার পুঁজিবাজারের সার্বিক দিক খেয়াল রাখছে যাতে একটি জনবান্ধব পুঁজিবাজার গঠন করা যায়।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ আয়োজিত ' স্বাধীনতার সূবর্ণজয়ন্তী; বঙ্গবন্ধুর স্বপ্নের আলোকে পুঁজিবাজারের সম্ভাবনা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

তিনি বলেন, দেশের অর্থনীতি গতিশীল করার জন্য একটি শক্তিশালী পুঁজিবাজার প্রয়োজন। এই পুঁজিবাজারকে জনবান্ধব হিসেবে তৈরি করতে চাই। এ জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান,বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম প্রমুখ।

দ্য রিপোর্ট/এএস/২৩ মার্চ ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর