thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে আগ্রহী ভারত

২০২১ মার্চ ২৪ ১৫:৩৮:৪৪
পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে আগ্রহী ভারত

দ্য রিপোর্ট ডেস্ক: সোমবার ২২ মার্চ পাকিস্তানের জাতীয় দিবসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে লেখা ওই চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, পাকিস্তানের জাতীয় দিবসে সমস্ত নাগরিককে শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিবেশী দেশ হিসাবে পাকিস্তানের নাগরিকদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে আগ্রহী ভারত। তবে সন্ত্রাস ও বৈরিতা কাটিয়ে এ জন্য পারস্পরিক বিশ্বাসের পরিবেশ তৈরি করা জরুরি। কোভিডের মোকাবিলায় পাকিস্তানের প্রয়াসকেও অভিনন্দন জানান মোদি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা ওই চিঠির কন্টেন্ট সম্পর্কে বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন। তবে সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখেই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন ওই দুজন কর্মকর্তা।

পাকিস্তানের একজন সিনিয়র মন্ত্রী আসাদ ওমর এক টুইট পোস্টে মোদির চিঠিকে স্বাগত জানিয়েছেন। এটাকে তিনি ‘সদিচ্ছা বার্তা বলেও মন্তব্য করেছেন।

দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা অটুট রাখতে ভারত-পাক সুষ্ঠু দ্বিপাক্ষিক সম্পর্ক জরুরি মনে করে এর আগে অটলবিহারী বাজপেয়ী উদ্যোগ নেন। একই প্রচেষ্টা নেন মনমোহন সিংহ। বাজপেয়ী লাহোর বাসযাত্রার মাধ্যমে দুদেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ বাড়িয়ে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছিলেন। মনমোহন এক ধাপ এগিয়ে বলেছিলেন, সীমান্তকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হোক। ভারত ও পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে বাণিজ্য চালু হোক। কারণ, আগামী দিনে দুই দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতাই আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা স্থাপনে অনুঘটকের ভূমিকা নেবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর