thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

অগ্নিকাণ্ডের ঘটনায় কারো দুরভিসন্ধি থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২১ মার্চ ২৪ ১৯:২০:৪২
অগ্নিকাণ্ডের ঘটনায় কারো দুরভিসন্ধি থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার বালুখালীতে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে কারও দুরভিসন্ধি (অসৎ উদ্দেশ্য) থাকলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো গাফেলতি ছিলো কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুর আড়াইটার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

দুপুর পৌনে ২টার দিকে মন্ত্রী হেলিকপ্টারযোগে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। ক্যাম্প এক্সটেনশন-৪ এর হেলিপ্যাডে অবতরণের পর তিনি আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

মন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি র‍্যাবের তত্ত্বাবধানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে পোশাক বিতরণ করেন।

এ সময় মন্ত্রীর সাথে ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত প্রমুখ।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর