thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

র‍্যাংকিংয়ে উন্নতি তামিম-মিঠুনের

২০২১ মার্চ ২৪ ১৯:২৯:০৪
র‍্যাংকিংয়ে উন্নতি তামিম-মিঠুনের

দ্য রিপোর্ট ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে করুণ পরাজয় ভুলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুনের ব্যাটে বড় সংগ্রহ তুলে টাইগাররা। তাতেও অবশ্য হারতে হয়েছে সফরকারীদের। তবে বোলিং-ফিল্ডিংয়ে পাওয়া সুযোগগুলো কাজে লাগালে ফলাফল হতে পারত অন্যরকম।

এদিন বাংলাদেশ হারলেও ব্যাট হাতে দারুণ পারফর্ম করা তামিম-মিঠুনের উন্নতি হয়েছে আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে।

৭৮ রানের ইনিংস খেলে তামিম তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৯তম স্থানে। এছাড়া ক্যারিয়ারের সেরা ৭৩ রানের ইনিংস খেলে মিঠুন এগিয়েছেন ১২ ধাপ। এই ডান হাতির অবস্থান এখন ৯৪ থেকে উঠে ৮২তম স্থানে।

ওয়ানডের ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে রয়েছেন মুশফিকুর রহিম। আছেন ১৭তম স্থানে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর