thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

এবার আইপিএল থেকেও ছিটকে গেলেন শ্রেয়াস আইয়ার

২০২১ মার্চ ২৫ ১৬:৩৫:৫৩
এবার আইপিএল থেকেও ছিটকে গেলেন শ্রেয়াস আইয়ার

দ্য রিপোর্ট ডেস্ক: কাঁধের চোটের কারণে ভারতের একদিনের সিরিজ থেকে ছিটকে যাওয়া শ্রেয়াস আইয়ার আইপিএলে খেলতে পারবেন না।

বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালস দলের অন্যতম মালিক পার্থ জিন্দল জানিয়েছেন পুরো প্রতিযোগিতা থেকেই বাদ পড়ছেন দিল্লি অধিনায়ক।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজ থেকে বাদ যাওয়ার কথা জানা গিয়েছিল বুধবার।

বৃহস্পতিবার জিন্দল টুইট করে লেখেন, ‘আমরা একেবারে বিধ্বস্ত আমাদের অধিনায়কের জন্য। মন শক্ত রেখো তুমি। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আরও ভাল ছন্দে তোমাকে ফিরে পাব আশা রাখি। ভারতের তোমাকে প্রয়োজন টি-টোয়েন্টি বিশ্বকাপে।’

এ বারের নিলামে স্টিভ স্মিথকে দলে নেয় দিল্লি। কিছু দিন আগেই তারা জানিয়েছিল অধিনায়ক থাকছেন শ্রেয়াসই। তবে এই চোট সব হিসেব পাল্টে দিল।

একদিনের সিরিজের প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান শ্রেয়াস। নিশ্চিত চার বাঁচিয়ে দিলেও বাঁ কাঁধে চোট লাগে তার।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫ মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর