thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য

২০২১ মার্চ ২৬ ০৮:৫২:২৫
হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য

দ্য রিপোর্ট ডেস্ক: তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত সময় শেষে ৬ উইকেটে ৩১৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেছেন ডেভিড কনওয়ে ১২৬(১১০) ও ড্যারেল মিচেল ১০০(৯২)। বাংলাদেশের হয়ে রুবেল ৭০ রানে নিয়েছেন ৩টি উইকেট।

ম্যাচের ২৩.১ ওভারে দলীয় ১২০ রানে বিদায় নেন ল্যাথাম। সৌম্য বলে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ক্যাচে ১৮ রানে থামে গত ম্যাচের সেঞ্চুরিয়ানের ইনিংস।

এর আগে বল হাতে কিউই শিবিরে প্রথম আঘাত হানেন টাইগার পেসার তাসকিন আহমেদ। দলীয় ৪৪ রানে তাসকিনের বলে লিটন দাশের হাতে ধরা পড়েন হেনরি নিকলস। ২১ বলে ১৮ রান করে বিদায় নেন তিনি। এরপর দলীয় ৪৯ রানে মার্টিন গাপটিলকে ফেরান রুবেল হোসেন। ২৮ বলে ২৬ রান করে লিটন দাশের হাতে ধরা পড়েন তিনি।

শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টায় ওয়েলিংটনের বেসিন রিজার্ভে মুখোমুখি হয় দুই দল। এর আগে দুই ম্যাচ জিতে সিরিজ ঘরে তোলা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ফলে সিরিজের শেষ ম্যাচটি এখন নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে। কিন্তু বাংলাদেশের জন্য এটি অন্তত একটি জয় নিয়ে হোয়াইটওয়াশ এড়ানোর সুযোগ।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬ মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর