thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাজশাহীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১৭

২০২১ মার্চ ২৬ ১৫:০৮:০৫ ২০২১ মার্চ ২৬ ১৬:২০:০০
রাজশাহীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১৭

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজশাহীর কাঁটাখালিতে বাস, মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। শুক্রবার (২৬ মার্চ) সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত কয়েকজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ পরিবহনের একটি বাস, মাইক্রোবাস ও লেগুনার সংঘর্ষ হয়। এ সময় বাসটি পাশের আইল্যান্ডে আটকে যায়। স্থানীয়রা বাসের আহত যাত্রীদের উদ্ধার করে মেডিক্যালে পাঠিয়ে দেয়। অন্যদিকে, মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের পরপরই ওই মাইক্রোটিতে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এরপর আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যাত্রীরা পুড়ে গেছে। তাদের মরদেহ উদ্ধারের কাজ চলছে। এছাড়া আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। দুর্ঘটনাস্থলে এসেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬ মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর