thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

করোনায় আক্রান্ত শচীন

২০২১ মার্চ ২৭ ১২:৫৫:৩৪
করোনায় আক্রান্ত শচীন

দ্য রিপোর্ট ডেস্ক: আগে থেকেই মৃদু উপসর্গ ছিল। সে কারণেই করোনা পরীক্ষা করিয়েছিলেন শচীন টেন্ডুলকার।

সে পরীক্ষায় পেয়েছেন দুঃসংবাদ, করোনা পজিটিভ হয়েছেন তিনি।

পরিবারের বাকি সদস্যরা অবশ্য নেগেটিভই আছেন, ব্যক্তিগত টুইটারে এ কথা জানিয়েছেন শচীন।

টুইটে শচীন জানিয়েছেন, ‘করোনাকে দূরে সরিয়ে রাখার জন্য আমি সব রকম নিয়ম এবং সতর্কতা মেনে চলেছি। নিয়মিত পরীক্ষাও করিয়েছি। কিন্তু তা সত্ত্বেও আজ আমি এই ভাইরাসে আক্রান্ত হয়েছি। শরীরে মৃদু উপসর্গও দেখা দিয়েছে। তবে বাড়ির বাকি সদস্যের সকলেরই রিপোর্ট নেগেটিভ।’

শচীন জানিয়েছেন, আপাতত তিনি হোম কোয়ারেন্টাইনে থাকছেন এবং চিকিৎসকদের পরামর্শমতো যাবতীয় নিয়ম মেনে চলছেন। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য নিজের শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদও জানিয়েছেন শচীন।

তার কথায়, এই সময় আমাকে যারা সাহায্য করছেন, সেই সব স্বাস্থ্যকর্মীদের আমি ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই সেই সব শুভাকাঙ্ক্ষীদের যারা আমার এবং গোটা দেশের পাশে আছেন। সবাই ভালো থাকুন।’

(দ্য রিপোর্ট/আরজেড/২৭ মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর