thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

এবার করোনায় আক্রান্ত পরেশ রাওয়াল

২০২১ মার্চ ২৭ ১৬:২৩:০৬
এবার করোনায় আক্রান্ত পরেশ রাওয়াল

দ্য রিপোর্ট ডেস্ক: বলিউডের তুমুল জনপ্রিয় ও খ্যাতিমান অভিনেতা পরেশ রাওয়াল করোনায় সংক্রমিত হয়েছেন। ২৬ মার্চ, শুক্রবার রাতে মাইক্রোব্লগিং সাইট টুইটারে পোস্ট দিয়ে তিনি নিজেই খবরটি নিশ্চিত করেছেন।

পরেশ রাওয়াল টুইটারে লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত, আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। গত ১০ দিন ধরে যারা আমার সংস্পর্শে এসেছেন তাদেরও পরীক্ষা করানোর অনুরোধ করছি।’

এদিকে চলতি মাসের শুরুর দিকেই করোনার টিকা নিয়েছেন পরেশ রাওয়াল। অথচ ভ্যাকসিন নেয়ার পরও তার শরীরে করোনার সংক্রমণ হয়েছে। যার কারণে বর্তমানে তিনি সেলফ আইসোলেশনে আছেন। তবে তার শারীরিক অবস্থার তেমন কোনো অবনতি হয়নি।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ সম্প্রতি আবারও বেড়ে গেছে। যার ফলে প্রচুর মানুষ প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন। গত কিছু দিনের মধ্যে বলিউডের বেশ কয়েকজন বড় তারকা করোনায় সংক্রমিত হয়েছেন। এই তালিকায় আছেন রণবীর কাপুর, আমির খান, আর মাধবন, কার্তিক আরিয়ান, মিলিন্দ সুমন, সতীশ কৌশিকের মতো তারকারা। এর মধ্যে রণবীর কাপুর ইতোমধ্যে করোনা থেকে মুক্তি লাভ করেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭ মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর