thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

মালিবাগে বাসে আগুন

২০২১ মার্চ ২৭ ১৬:৩১:০০
মালিবাগে বাসে আগুন

দ্য রিপোর্ট প্রতিবেদক: হঠাৎ করেই রাজধানীর মালিবাগের রেলগেট পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে বাসটিতে আগুন লাগার কারণ জানা যায়নি। শনিবার (২৭ মার্চ) দুপুরের দিকে তুরাগ পরিবহনের ওই বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় পুলিশ সদস্যরা দ্রুত পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হন।

আগুন লাগার পর যাত্রীরা বাসের জানালার গ্লাস ভেঙে নেমে যান। আতঙ্কিত হয়ে লাফিয়ে নামতে গিয়ে কয়েকজন আঘাত পেয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আলিম বলেন, আজ দুপুর আনুমানিক ১২টার দিকে উত্তরাগামী তুরাগ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় স্থানীয়দের নিয়ে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। অনেকে আতঙ্কে গাড়ির জানালা ভেঙে লাফিয়ে নামতে গিয়ে সামান্য আঘাত পেয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি। এটি নাশকতা, নাকি দুর্ঘটনা সেটি জানার চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭ মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর