thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

মোদির বাংলাদেশ সফর আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: মমতা

২০২১ মার্চ ২৭ ২২:০৯:৩০
মোদির বাংলাদেশ সফর আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: মমতা

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আটদফা ভোটের শনিবারই প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে। আর শুক্রবার বাংলাদেশে আসা দেশটির প্রধানমন্ত্রী শনিবারই মতুয়াদের 'পুণ্যভূমি' গোপালগঞ্জের ওড়াকান্দি পরিদর্শন করেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দু’দিনের বাংলাদেশ সফরে আদর্শ আচরণবিধি ভঙ্গ হয়েছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার খড়গপুরের জনসভায় তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, ‘নির্বাচন চলছে। আর এই সময়ই প্রধানমন্ত্রী বাংলাদেশে গিয়ে বাংলা নিয়ে কথা বলছেন। এটা সম্পূর্ণ নির্বাচনী বিধিভঙ্গ।

উল্লেখ্য, ভারতের বিগত লোকসভা নির্বাচনে মতুয়া ভোট গিয়েছে বিজেপির ঝুলিতে। এখন বিধানসভাতেও মতুয়া ভোটে প্রভাব ধরে রাখতে মরিয়া বিজেপি শিবির। মতুয়া ভোট টানতেই মোদির বাংলাদেশ সফর কিনা এ নিয়ে ভারতের বিভিন্ন রাজনৈতিক মহল থেকে প্রশ্ন উঠেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭ মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর