thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

লংকা বাংলার মিউচ্যুয়াল ফান্ডের অনুমোদন লাভ 

২০২১ মার্চ ২৭ ২২:৪৯:০৯
লংকা বাংলার মিউচ্যুয়াল ফান্ডের অনুমোদন লাভ 

দ্য রিপোর্ট প্রতিবেদক:‘লংকা বাংলা গ্রাচ্যুইটি ওয়েলথ বিল্ডার ফান্ড’ নামক মিউচুয়াল ফান্ড ছাড়ার অনুমোদন পেয়েছেআর্থিক প্রতিষ্ঠানলংকা বাংলা ফাইনান্স।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)৭৬৭তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

জানা যায়, ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে ১০ টাকা।ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ কোটি টাকা। ফান্ডটিতে উদ্যোক্তা লংকা বাংলা ফাইন্যান্স এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড উদ্যোক্তা হিসেবে অংশ ২ কোটি টাকার যোগান দেবে। বাকি ৮ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকবে।

আলোচিত ফান্ডের উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক লংকা বাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করবে যথাক্রমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

দ্য রিপোর্ট/এএস/২৭মার্চ,২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর