thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বিএসইসি ১২৭ লোক নিয়োগ দেবে 

২০২১ মার্চ ২৮ ১৫:২৬:৪২
বিএসইসি ১২৭ লোক নিয়োগ দেবে 

দ্য রিপোর্ট প্রতিবেদক: ১২৭ জন জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক (প্রশাসন) মাহমুদা শিরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসইসি ১৩টি পদে ১২৭ জন লোকবল নিয়োগ দেবে। এর মধ্যে সহকারী পরিচালক (সাধারণ) ৫৭ জন, সহকারী পরিচালক (লিগ্যাল সার্ভিস) ৪ জন, সহকারী পরিচালক (এমআইএস) ৪ জন, জনসংযোগ কর্মকর্তা ২ জন, হিসাবরক্ষণ কর্মকর্তা ১ জন, ব্যক্তিগত কর্মকর্তা ২১ জন, লাইব্রেরিয়ান একজন, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ৪ জন, ক্যাশিয়ার ১ জন, মেডিক্যাল অ্যাসিস্টেন্ট ১ জন, অভ্যর্থনাকারী ১ জন, গাড়ি চালক ৩ জন এবং অফিস সহায়ক পদে ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

১ এপ্রিল হতে ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করতে https://www.sec.gov.bd/home ওয়েবসাইটটিতে ঢুকে আবেদনপত্র পূরণ করতে হবে।

দ্য রিপোর্ট/এএস/২৮ মার্চ ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর