thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

২০২১ মার্চ ২৮ ১৯:৫১:৩০
দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক: এক এক করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলগুলোর সঙ্গে যোগ দিচ্ছেন খেলোয়াড়রা। বাংলাদেশ থেকে দল পেয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে আর মোস্তাফিজ রাজস্থান রয়ালসের হয়ে। এরইমধ্যে সাকিব যোগ দিয়েছেন কলকাতার সঙ্গে। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ শেষে মোস্তাফিজও যোগ দেবেন রাজস্থানের সঙ্গে।

শনিবার ভারতের উদ্দেশে বাংলাদেশ ছাড়েন ওয়ানডের বিশ্বসেরা এই অল-রাউন্ডার। আজ কেকেআর ফেসবুকে সাকিবের ছবি পোস্ট করে জানিয়ে দেয়, সাকিবের দলের সঙ্গে যোগ দেয়ার কথা। তারা লিখেছে, দেখ কে এসেছে! স্বাগত সাকিব।

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে আইপিএলের এবারের আসর। সাকিবদের প্রথম ম্যাচ ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮ মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর