thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

দ্বিতীয় টেস্টেই আশরাফুলের করোনা নেগেটিভ

২০২১ মার্চ ২৯ ১৬:০৯:০২
দ্বিতীয় টেস্টেই আশরাফুলের করোনা নেগেটিভ

দ্য রিপোর্ট প্রতিবেদক: একদিন আগেই প্রথম টেস্টে করোনা পজেটিভ হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। তবে কোন উপগর্স ছিলো না। যে কারণে এ তারকা আশা করেছিলেন দ্বিতীয় টেস্টেই পাবেন সুখবর। শেষ পর্যন্ত সোমবার সেটাই সত্যি হয়েছে।

করোনা টেস্টে নেগেটিভ আসার বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল, ‘আলহামদুলিল্লাহ, একটু আগে জানতে পারলাম আমার করোনা টেস্টে নেগেটিভ এসেছে। ২৭ তারিখ করেছিল, সেখানে পজিটিভ এসেছিল। ভেবেছিলাম গতকালই করোনা টেস্টের রেজাল্ট দিবে, সেটি আজকে দেওয়া হয়েছে।’

আশরাফুল আরও বলেন, ‘কোভিডের ভ্যাকসিন নিয়েছিলাম ২১ তারিখ। তারপর একটা ম্যাচ খেললাম। দীর্ঘদিন অপেক্ষা করছিলাম জাতীয় লিগের জন্য। আশা ছিল পুরো আসরে ভালোভাবে খেলতে পারব। ২০ তারিখ ভ্যাকসিন নেওয়ার পর সবার শরীর একটু দুর্বল ছিল যে কারণে প্রথম ম্যাচে ছেলেরা শতভাগ দিতে পারেনি।’

করোনা পজিটিভ হওয়ায় দ্বিতীয় রাউন্ডে রাজশাহীর বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারেননি আশরাফুল। এ ব্যাপারে তিনি বলেন, ‘কোভিড টেস্টের ফলাফল যথাসময়ে না আসায় দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খেলতে পারিনি। তারপরও আলহামদুল্লিলাহ এখন নেগেটিভ এসেছে। একটা নিউজ হয়েছিল যে করোনা টেস্টে পজিটিভ এসেছে আমার। আমি শতভাগ নিশ্চিত ছিলাম যে করোনা হওয়ার মতো কোন লক্ষ্মণ ছিল না আমার শরীরে ছিল না। এই ম্যাচে হয়ত মাঠে নামতে পারিনি তবে দোয়া করবেন সামনের ম্যাচে যেন ভালো কিছু করতে পারি।’

এবারের জাতীয় লিগের শুরুটা ভাল করতে পারেননি আশরাফুল। যে কারণে তিনি আশায় দ্বিতীয় রাউন্ডের ম্যাচে স্বরূপে ফিরবেন। কিন্তু তার আগেই করোনায় আক্রান্ত হন এ তারকা ব্যাটসম্যান। তাই খেলতে পারেননি ম্যাচ। তবে সবকিছু ঠিক থাকলে তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলবেন সাবেক অধিনায়ক।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯ মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর