thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

সাড়ে সাত কোটি টাকার ল্যাম্বরগিনি কিনলেন প্রভাস

২০২১ মার্চ ২৯ ১৬:১৩:২৩
সাড়ে সাত কোটি টাকার ল্যাম্বরগিনি কিনলেন প্রভাস

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতীয় সিনেমার তুমুল জনপ্রিয় তারকা প্রভাস। যিনি ‘বাহুবলী’ সিনেমা দিয়ে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছেন। প্রতিষ্ঠিত হয়েছেন সর্বোচ্চ সম্মানী পাওয়া অভিনেতাদের একজন হিসেবে।

সিনেমায় আকাশচুম্বী সাফল্যের সুবাদে প্রভাসের অর্থনৈতিক অবস্থাও বেশ শক্ত হয়েছে। দুই’শ কোটি টাকারও বেশি সম্পদের মালিক তিনি।

এবার তার সম্পদের তালিকায় যুক্ত হয়েছে একটি বিলাসবহুল গাড়ি। যেটার নাম ‘ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডোর রোডস্টার’। গাড়িটির ভারতীয় মূল্য সাড়ে ৬ কোটি রুপির বেশি। বাংলাদেশী মুদ্রায় অংকটা ছাড়িয়ে যায় সাড়ে সাত কোটি টাকা!

ইতোমধ্যে প্রভাসের ল্যাম্বরগিনি গাড়ির একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, প্রভাসের গাড়িটি কমলা রঙের। নানা সূত্রে গাড়িটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে বটে, কিন্তু প্রভাস নিজে এখনো সেটা শেয়ার করেননি। অবশ্য প্রভাস তার ব্যক্তিগত জীবনের তেমন কিছুই প্রকাশ্যে আনেন না। কেবল সিনেমা কেন্দ্রিক বিষয়ই তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

প্রসঙ্গত, প্রভাসের হাতে বর্তমানে একাধিক বড় বাজেটের সিনেমা রয়েছে। এর মধ্যে একটি হলো ‘সালার’। যেটি নির্মাণ করছেন ‘কেজিএফ’ খ্যাত প্রশান্ত নীল। এছাড়া ‘রাধে শ্যাম’ ও ‘আদিপুরুষ’ নামে আরো দুটি সিনেমাতেও কাজ করছেন এই সুপারস্টার।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯ মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর