thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

ভ্রু কেটে নতুন লুকে হাজির মাহিয়া মাহি

২০২১ মার্চ ৩০ ২০:৩৬:২৫
ভ্রু কেটে নতুন লুকে হাজির মাহিয়া মাহি

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সবসময়ই স্টাইল করতে পছন্দ করেন। এবার নতুন স্টাইলে হাজির হলেন তিনি। ভ্রু কেটে নিজের ভিন্ন লুক এনেছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (৩০ মার্চ) নতুন লুকের বেশকিছু ছবি নিজের ফেসবুক ও পেজে প্রকাশ করেন মাহি। ক্যাপশনে লেখেন, ‘আয় হায় করসি কি আমি! কেমন লাগে?’

ছবিতে দেখা যাচ্ছে তার ভ্রুর কোণায় স্টাইল করে কাঁটা। নিজেকে এই লুকে কেমন লাগছে, তা ভক্তদের কাছে জানতেও চান ‘পোড়ামন’-এর নায়িকা। তবে এই লুক তিনি কেনো নিয়েছেন, নতুন কোনো নতুন সিনেমার জন্য কিনা, সেটি জানাননি।

মাহিয়া মাহি ব্যতিক্রমী সব কান্ডের জন্য ভক্তদের কাছে আলাদা কদর পান। কিছুদিন আগে একসঙ্গে একশ’ বাঁধাকপি কিনে সবাইকে চমকে দেন তিনি। গাড়ি ভর্তি করে বাঁধাকপিগুলো নিজের গ্রামের বাড়িতে নিয়ে যান। পরে সেগুলো কী করেছেন তা তিনি নিজেই জানেন।

২৮ মার্চ (রোববার) দুই চিত্রনায়িকা বন্ধু বিদ্যা সিনহা মিম ও নুসরাত ফারিয়ার সঙ্গে ব্যাপক আড্ডা জমান এই চিত্রনায়িকা। এ সময় মাহির সঙ্গে তার স্বামী মাহমুদ পারভেজ অপুও ছিলেন। পরে সেসব ছবি ফেসবুকেও প্রকাশ করেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০ মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর