thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

সহিংসতার নির্দেশদাতারা রেহাই পাবে না: আইজিপি

২০২১ মার্চ ৩১ ১৫:৪৮:৪৮
সহিংসতার নির্দেশদাতারা রেহাই পাবে না: আইজিপি

দ্য রিপোর্ট প্রতিবেদক: ২৬ মার্চ হেফাজতের কর্মীদের সহিংসতা করার নির্দেশদাতারাও রেহাই পাবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। বুধবার (৩১ মার্চ) ঢাকা সিএমএইচ-এ হেফাজতের তাণ্ডবে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, কোমলমতী শিশুদের ব্যবহার করে হেফাজতের কর্মীরা তাণ্ডব চালিয়েছে। হাটহাজারী থানা এবং ভূমি অফিসে আগুন দিয়ে অনেক রেকর্ড পুড়িয়ে ফেলেছে। এ জন্য ওই এলাকার মানুষ বছরের পর বছর সমস্যায় ভুগবে।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কলঙ্কিত করতেই এ ধরনের তাণ্ডব চালানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তদন্তে হেফাজতের কোনো নেতার নাম আসলে তাদেরও ছাড় দেয়া হবে না।

পুলিশের মহাপরিদর্শক বলেন, হত্যার উদ্দেশ্যে একজন শিক্ষানবিশ এএসপিকে মারধর করা হয়েছে, তিনি চট্টগ্রাম সিএমএইচ-এর আইসিইউতে চিকিৎসাধীন আছেন। একই দিন একজন কনস্টেবলকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়, তিনি ঢাকা সিএমএইচএ চিকিৎসাধীন। এছাড়া, ব্রাহ্মণবাড়িয়ায় একজন এস আইকে পেটানো হয়। তিনিও ঢাকা সিএমএএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১ মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর