thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

মিউজিক ভিডিওতে মাশরাফি, সঙ্গে বিপাশা হায়াত!

২০২১ এপ্রিল ০১ ০৭:৩১:২১
মিউজিক ভিডিওতে মাশরাফি, সঙ্গে বিপাশা হায়াত!

দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সেরা অধিনায়ক বিবেচনা করা হয় মাশরাফি বিন মর্তুজাকে। ক্রিকেট মাঠে বোলিং ও অধিনায়কত্বে তিনি মুগ্ধ করেছেন দেশ ও বিশ্বকে। তবে বর্তমানে মাশরাফি একজন সংসদ সদস্য। নিজের জন্মস্থান নড়াইলের সাংসদ তিনি।

খেলা ও রাজনীতির বাইরে বিজ্ঞাপনেও কাজ করেছেন মাশরাফি। তবে এবার তিনি কাজ করলেন মিউজিক ভিডিওতে। একটি গানের ভিডিওতে অংশ নিয়েছেন নড়াইল এক্সপ্রেস। তার সঙ্গে আছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত।

আগামী ২ এপ্রিল বিশ্ব অটিজন সচেতনতা দিবস। আর এই দিবস উপলক্ষেই তৈরি হয়েছে একটি গান। শিরোনাম ‘সব্বাই সবার মতনই’। এটি গেয়েছেন এ আই রাজু। মূলত অটিজম বিষয়ে মানুষকে সচেতন করতেই এই গানের সঙ্গে যুক্ত হয়েছেন মাশরাফি ও বিপাশা।

গানটির কথা ও সুর করেছেন ভারতীয় গায়ক-সঙ্গীত পরিচালক রূপম ইসলাম। ড্রামা আকারে নির্মাণ করা হয়েছে গানটির ভিডিও। এতে তুলে ধরা হবে অটিজমে আক্রান্ত ব্যক্তিদের সমাজ ও কার্যক্ষেত্রের বিভিন্ন বিষয়।

জানা গেছে, অটিজম দিবসে এ আই রাজুর ইউটিউব চ্যানেলে ভিডিওটি উন্মুক্ত করা হবে। এছাড়াও মিউজিক ভিডিওটি উপভোগ করা যাবে চ্যানেল আইয়ের পর্দায়।

(দ্য রিপোর্ট/আরজেড/০১ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর