thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট 25, ২৩ শ্রাবণ ১৪৩২,  ১২ সফর 1447

করোনা টিকার ২য় ডোজ নিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

২০২১ এপ্রিল ০১ ১৮:০৬:২৩
করোনা টিকার ২য় ডোজ নিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন তিনি।

টিকা গ্রহণের পর প্রতিমন্ত্রী জানান, তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

উল্লেখ্য, সাধারণ জনগণকে কোভিড-১৯ টিকা গ্রহণে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করতে এবং টিকা সংক্রান্ত গুজব ও অপপ্রচার প্রতিরোধ করতে মন্ত্রিসভার দ্বিতীয় সদস্য হিসেবে গত ২৮ জানুয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রী করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। নিয়মানুযায়ী গত ২৮ মার্চ প্রতিমন্ত্রীর করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করার কথা। কিন্তু অফিসিয়াল ব্যস্ততা ও ঢাকার বাইরে থাকার কারণে আজ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/০১ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর