thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

আইসিইউতে রুহুল কবির রিজভী

২০২১ এপ্রিল ০১ ১৮:০৭:৪৫
আইসিইউতে রুহুল কবির রিজভী

দ্য রিপোর্ট প্রতিবেদক: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির এই নেতাকে কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেভেল কমে গেলে আজ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ইনজেকশন দেওয়া হয়েছে। পরে অক্সিজেন লেভেল আরও কমে যাওয়ায় সঙ্গে সঙ্গে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে, গত ১৭ মার্চ করোনায় আক্রান্ত হন রুহুল কবির রিজভী। পরে ১৮ মার্চ বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপর ২০ মার্চ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, রিজভীর জ্বর কমেনি, থেমে থেমে জ্বর আসছে। ফুসফুসেও ইনফেকশন রয়েছে, কাশিও আছে। তিনি স্বাভাবিকভাবে খাবার খেতে পারছেন না।

(দ্য রিপোর্ট/আরজেড/০১ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর