thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

‘গেরিলা আক্রমণের’ ডাক দিলো মিয়ানমারের আন্দোলনকারীরা

২০২১ এপ্রিল ০২ ১৪:৪৩:৫৩
‘গেরিলা আক্রমণের’ ডাক দিলো মিয়ানমারের আন্দোলনকারীরা

দ্য রিপোর্ট ডেস্ক: নির্বাচিত সরকারকে উৎখাত করে জান্তা সরকার ক্ষমতা দখলের প্রতিবাদে রাতভর মোম জ্বালিয়ে বিক্ষোভ করেছে মিয়ানমারের বিক্ষোভকারীরা। শুক্রবার থেকে ইন্টারনেটের ওপর সামরিক জান্তার দেওয়া নতুন বিধিনিষেধের মধ্যেই সংগঠিত হওয়ার উপায় বের করার চেষ্টা করছে তারা, এমনটাই জানিয়েছে রয়টার্স। দেশবাসীকে‘গেরিলা’ কায়দায় প্রতিবাদ অব্যাহত রাখারও আহ্বান জানিয়েছে আন্দোলনকারীরা।

সেনাবিরোধী বিভিন্ন আন্দোলনকারী সংগঠন নিজেদের মধ্যে রেডিও তরঙ্গ, অফলাইন ইন্টারনেটের কায়দাকানুন ও মোবাইল বার্তার মাধ্যমে নিউজ এলার্ট সরবরাহকারীদের নাম্বার বিনিময় করে ইন্টারনেট ব্ল্যাকআউটকে পাশ কাটানোর চেষ্টা করছে তারা।

গেল দুই মাসের বিক্ষোভে সেনা-পুলিশের গুলিতে এখন পর্যন্ত নারী, শিশুসহ ৫৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অধিকার সংস্থা অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি)। এর মধ্যে গত শনিবার এক দিনেই নিহত হয়েছেন ১৪১ জন। এরপর গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে মিয়ানমারের সর্বস্তরের মানুষ।

(দ্য রিপোর্ট/আরজেড/০২ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর