thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

কওমি মাদরাসা বন্ধ করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

২০২১ এপ্রিল ০২ ১৬:৫২:০৯
কওমি মাদরাসা বন্ধ করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ১৮ দফা নির্দেশনা জারি করেছে। যার মধ্যে অন্যতম কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা। তবে করোনার কারণ দেখিয়ে কওমি মাদরাসা বন্ধ করা হলে কঠোর আন্দোলন করা হবে বলে ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জোনায়েদ আল হাবীব।

আজ শুক্রবার (২ এপ্রিল) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে হেফাজতে ইসলাম আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।

এসময় জোনায়েদ আল হাবীব বলেন, করোনা আল্লাহ দিয়েছে। আল্লাহ আমাদের এর হাত থেকে পরিত্রাণও দিবেন। কাজেই করোনার দোহাই মসজিদ বন্ধ করা যাবে না।

কওমি মাদরাসা বন্ধের বিষয়ে তিনি বলেন, সরকারের প্রজ্ঞাপনে কওমি মাদরাসা বন্ধের ব্যাপারে কোনো নির্দেশনা নেই। তবে করোনার দোহাই দিয়ে কওমি মাদরাসা বন্ধ ও ইসলামী সভা-সমাবেশ বন্ধ করার পায়তারা চলছে।

এসময় তিনি করোনার দোহাই দিয়ে মাদরাসা বন্ধ করা হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০২ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর