thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

মুস্তাফিজকে বেশি ম্যাচ খেলাবে না রাজস্থান: সঞ্জয়

২০২১ এপ্রিল ০৭ ১৫:১৭:৫৯
মুস্তাফিজকে বেশি ম্যাচ খেলাবে না রাজস্থান: সঞ্জয়

দ্য রিপোর্ট ডেস্ক: জোফরা আর্চারের চোট একটু বাড়তি ভাবনায় ফেলেছে রাজস্থান রয়্যালসকে। মূলত ইংল্যান্ডের এই পেসারকে কেন্দ্র করেই আইপিএলের গেল কয়েক মৌসুমে পেস আক্রমণ সাজিয়েছে দলটি। কিন্তু এবার শুরুর দিকে আর্চারকে পাচ্ছে না ২০০৮ সালের আইপিএল চ্যাম্পিয়নরা।

এই পরিস্থিতিতে রাজস্থানের একাদশ কেমন হবে তা নিয়ে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোতে আলোচনায় বসেছিলেন আকাশ চোপড়া, ড্যানিয়েল ভেটরি, সঞ্জয় মঞ্জরেকার এবং দিপ দাস গুপ্তা। যেখানে কেউ বলেছেন, ভারতীয় পেসারদের ওপর আস্থা রাখতে হবে রাজস্থানকে আর কেউ বলছেন, মুস্তাফিজুর রহমানকে খেলিয়ে শুরুর দিকে এই ধাক্কা সামাল দিতে পারে সঞ্জু স্যামসনের দল।

রাজস্থানের স্কোয়াডে একাধিক বিদেশি তারকা থাকলেও পেস আক্রমণে আর্চারের ঘাটতি দূর করতে টাই অথবা মুস্তাফিজকে রাখার পরামর্শ দিয়েছেন দীপ দাস গুপ্তা। অন্যদিকে সঞ্জয় মাঞ্জরেকার বলছেন, এই জয়দেব উনাদকাট থাকায় মুস্তাফিজ বেশি ম্যাচ পাবেন না।

দীপ টাই এবং মুস্তাফিজের মধ্যে একজনকে রাখতে বললেও আকাশ চোপড়া জানিয়েছেন, মরিস এবং মুস্তাফিজকে ঘিরেই একাদশ সাজাবে রাজস্থান। সঙ্গে বাকি দুই বিদেশি হিসেবে বেন স্টোকস এবং জস বাটলার থাকবেন ব্যাটিং শক্তি বাড়াতে।

আকাশ বলেন, `আমিও দীপের সঙ্গে একমত। ওরা বেন স্টোকস, জস বাটলার, ক্রিস মরিস এবং মুস্তাফিজকে নিয়েই একাদশ সাজাবে।`

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর