thereport24.com
ঢাকা, বুধবার, ১২ মে ২০২১, ২৮ বৈশাখ ১৪২৮,  ৩০ রমজান ১৪৪২

৬৬ কোম্পানির ফ্লোর প্রাইজ তুলে নেওয়ার সিদ্ধান্ত বিএসইসি’র 

২০২১ এপ্রিল ০৭ ২০:২২:২১
৬৬ কোম্পানির ফ্লোর প্রাইজ তুলে নেওয়ার সিদ্ধান্ত বিএসইসি’র 

দ্য রিপোর্ট প্রতিবেদক: ফ্লোর প্রাইজে আটকে থেকে লেনদেন করতে না পারা ১১০ টি কোম্পানির মধ্যে ৬৬ টি কোম্পানির ফ্লোর প্রাইজ (পতনের সর্বনিম্ন সীমা) তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাবাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। বৃহস্পতিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে ।বুধবার (০৭ এপ্রিল) কমিশনের ৭৬৯তম সভায় এই সিদ্ধান্ত নেয় কমিশন। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব কোম্পানিরফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছে -

রিং শাইন, পিপলস লিজিং, আরএন স্পিনিং, বাংলাদেশ সার্ভিস, আইএফআইএস ইসলামিক মিউচুয়াল ফান্ড-১, জাহিন স্পিনিং, অলিম্পিক এক্সেসরিজ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, নূরানী ডাইং, রিজেন্ট টেক্সটাইল, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, ইভিন্স টেক্সটাইল, প্যাসিফিক ডেনিম, মেট্রো স্পিনিং, কাট্টলি টেক্সটাইল, ফার কেমিক্যাল, দেশবন্ধু পলিমার, ইয়াকিন পলিমার, সাফকো স্পিনিং, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস, বিচ হ্যাচারি, সিনটেক্স ইন্ডাস্ট্রিস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, হামিদ ফেব্রিক্স, প্রাইম টেক্সটাইল, সায়হাম কটন, বাংলাদেশ বিল্ডিং, গোল্ডেন হার্ভেস্ট, এএফসি এগ্রো, বেঙ্গল উইন্ডোজ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, সিলভা ফার্মাসিটিক্যালস, ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস, আর্গন ডেনিম, কপারটেক, শাশা ডেনিমস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, এস্কয়ার নিটিং, ভিএফএস থ্রেড ডাইং, আইপিডিসি ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, অ্যাডভেন্ট ফার্মা, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, কুইন সাউথ টেক্সটাইল, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, রূপালী ব্যাংক, সায়হাম টেক্সটাইল, সোনারগাঁ টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ, গ্লোবাল হেভি কেমিক্যাল, নাভানা সিএনজি, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই, ইউনিক হোটেল, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, উত্তরা ফাইন্যান্স, উসমানিয়া গ্লাস সিট, খুলনা পাওয়ার, নাহি এলমনিয়াম, দুলামিয়া কটন, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, এম এল ডাইংএবং প্যারামাউন্ট টেক্সটাইল।

উল্লেখ্য,গতবছরের ১৯ মার্চ করোনা মহামারির কবলে পুঁজিবাজারের পতনরোধে এসব কোম্পানির ফ্লোর প্রাইজ বেধে দেওয়া হয়েছিল।

দ্য রিপোর্ট/এএস/৭এপ্রিল ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর