thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ভারতের চতুর্দশ আইপিএল আসরের পর্দা উঠছে

২০২১ এপ্রিল ০৮ ১২:০৩:৩৪
ভারতের চতুর্দশ আইপিএল আসরের পর্দা উঠছে

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের চতুর্দশ আইপিএল আসরের পর্দা উঠবে মাত্র কয়েক ঘণ্টা পরই। এই আসর চলবে ৯ এপ্রিল থেকে টানা ৩০ মে পর্যন্ত।

এবার খেলার ভেন্যুগুলো হচ্ছে- বেঙ্গালুরু, মুম্বাই, আহমেদাবাদ, নতুনদিল্লি, চেন্নাই এবং কলকাতায়।

ইন্ডিয়ান ক্রিকেট লিগের আসর আর মাত্র কয়েক ঘন্টা পর, প্রায় ৫০ দিন ধরে চলবে বিশ্বের ক্রিকেট ভক্তদের অন্যতম সেরা এই আয়োজন।

এবার কলকাতার ভেন্যুতে জায়গা হয়নি কলকাতার টিম কেকেআরের। আর তা নিয়েই হতাশ কলকাতাবাসী।

চলমান বিধানসভা ভোটের কারণে আয়োজকরা ইডেন গার্ডেন্সে দোসরা মের আগে কোনও ম্যাচ করতে পারবে না। আর সে কারণেই ৩০ মে পর্যন্ত বাকি সময়ে ১০টি ম্যাচ পেয়েছে কলকাতা। আর সেখানে জায়গা হয়নি কলকাতা টাইট রাইডার্সের। যা নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

তবে, শুধু যে নিজের শহরে খেলার সুযোগ পায়নি কেকেআর এমনিটি নয়। ছটি শহরে খেলা হলেও কোনও দলই নিজের শহরে খেলার সুযোগ পায়নি এবার।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর