thereport24.com
ঢাকা, বুধবার, ১২ মে ২০২১, ২৮ বৈশাখ ১৪২৮,  ৩০ রমজান ১৪৪২

দেশে করোনায় একদিনে রেকর্ড মৃত‌্যু ৭৪

২০২১ এপ্রিল ০৮ ১৬:৩০:৫৩
দেশে করোনায় একদিনে রেকর্ড মৃত‌্যু ৭৪

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশে একদিনে করোনায় রেকর্ড মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ৭৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৫২১ জন।

নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৮৫৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জন।

গতকালও ৬৩ জনের মৃত্যু হয়েছিল। নতুন করে ৭ হাজার ৬২৬ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছিলেন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর