thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বড় পতনে শেষ সাপ্তাহিক লেনদেন

২০২১ এপ্রিল ০৮ ১৬:৫৬:৫৩
বড় পতনে শেষ সাপ্তাহিক লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: সূচক ও লেনদেনের বড় পতনে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।ফ্লোর প্রাইজ প্রত্যাহারের পরের দিনই বাজারে এমন নিম্নমূখী প্রবণতা দেখা দিলো।

বৃহস্পতিবার ডিএসইরপ্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮২ পয়েন্টকমে অবস্থান করছে৫ হাজার ২৫৪ পয়েন্টে।অন্য সূচক গুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার১৯৭ এবং ১ হাজার ৯৯০ পয়েন্টে।

বুধবার ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছিল৫৮২ কোটি ৫২ টাকার শেয়ার ও ইউনিট । আজ লেনদেন হয়েছে ৪৭৫ কোটি ৮৭ লাখটাকার শেয়ার ও ইউনিট। এ হিসেবে আজ ডিএসইতে১০৬ কোটি ৬৪ লাখটাকার শেয়ার ও ইউনিট কম লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া৩৪৬টিকোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৭ টিটির, কমেছে ২৬৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টির শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই২০৩পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ২৩১ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া২১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৪১ টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। লেনদেন হয়েছে২৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

দ্য রিপোর্ট/এএস/ ৮ এপ্রিল ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর