thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

৫০ কোটি লিংকডইন ব্যবহারকারীর তথ্য ফাঁস

২০২১ এপ্রিল ০৯ ১০:৪০:৫৮
৫০ কোটি লিংকডইন ব্যবহারকারীর তথ্য ফাঁস

দ্য রিপোর্ট ডেস্ক: ৫৩ কোটি ফেইসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস হওয়ার খবরের পর প্রযুক্তির জগতে আরও একটি ধাক্কা। মাইক্রোসফটের মালিকানাধীন পেশাদারদের সোশ্যাল নেটওয়ার্ক সাইট লিংকডইনের ৫০ কোটি ব্যবহারকারীর তথ্য এখন হ্যাকারদের হাতে।

এ সব তথ্য বিক্রির বিজ্ঞাপন দিয়েছে তারা। নমুনা হিসেবে ২০ লাখ ব্যবহারকারীর তথ্য প্রকাশ করাও হয়। বৃহস্পতিবার খবরটি নিশ্চিত করেছে লিংকডউন।

এর আগে মঙ্গলবার তথ্য বিক্রির চেষ্টার খবর দেয় সাইবার সিকিউরিটি নিউজ ও গবেষণা সাইট সাইবার নিউজ। যেখানে বলা হচ্ছে, হ্যাকারদের হাতে ব্যবহারকারীদের আইডি, নাম, ইমেইল ঠিকানা, ফোন নাম্বার, লিঙ্গ, পেশাগত ও অন্যান্য সোশ্যাল মিডিয়ার তথ্য রয়েছে। একটি ফোরামের এই সব তথ্যের জন্য তারা চার অঙ্কের নিলাম ডাকে।

তবে তদন্তের পর লিংকডইন বলছে, আসলে কয়েকটি ওয়েবসাইট ও প্রতিষ্ঠানের তথ্য একসঙ্গে বিক্রির চেষ্টা করা হয়। লিংকডউনের তথ্যগুলো ব্যবহারকারীদের ‘পাবলিক’ প্রোফাইল থেকে নেওয়া।

লিংকডইনে সাড়ে ৭৪ কোটির বেশি সদস্য রয়েছে। এর মানে হলো, ব্যবহারকারীদের প্রায় দুই-তৃতীয়াংশ তথ্য হ্যাকারদের হাতে রয়েছে।

ইতিমধ্যে ইতালি ভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থা লিংকডইনের তথ্য ফাঁসের তদন্ত শুরু করেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর