thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১১ মে ২০২১, ২৮ বৈশাখ ১৪২৮,  ২৯ রমজান ১৪৪২

লকডাউনের ৫ম দিন: সড়কে নেমেছে গণপরিবহন, মাস্ক পড়ছে না অনেকেই

২০২১ এপ্রিল ০৯ ১৫:১৫:১২
লকডাউনের ৫ম দিন: সড়কে নেমেছে গণপরিবহন, মাস্ক পড়ছে না অনেকেই

দ্য রিপোর্ট প্রতিবেদক: লকডাউনের ৫ম দিন শুক্রবার ছুটির দিনে রাজধানীতে গণপরিবহণ ও সাধারণ মানুষের ভিড় বেশ কম। তবে গত কয়েকদিনের মতো আজও স্বাস্থ্যবিধি মানতে মানুষের মধ্যে দেখা গেছে উদাসীনতা।

ছুটির দিন হওয়ায় সকাল থেকে বেশিরভাগ বাসে আসন ফাঁকা থাকতে দেখা গেছে। যাত্রীদের বেশিভাগ স্বাস্থ্যবিধি মেনে যানবাহন ব্যবহার করলেও কেউ কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। এক্ষেত্রে অনেকেই ভুলে গেছেন, মাত্র খুলে রেখেছি এমন কিছু খোড়া অজুহাত দেখাচ্ছেন।

এছাড়াও বিনা প্রয়োজনে এই লকডাউনের মধ্যেও অনেকে বাইরে বের হচ্ছেন। অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানতে যানবাহনের চালক ও হেলপারদের মধ্যেও উদাসীন ভাব দেখা যাচ্ছে। তবে তারা দাবি করছেন সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে যানবাহন চালাচ্ছেন তারা।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর