thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৪ মে ২০২১, ৩১ বৈশাখ ১৪২৮,  ২ শাওয়াল ১৪৪২

লকডাউনে অফিস-কারখানা-যানবাহন বন্ধ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

২০২১ এপ্রিল ০৯ ১৫:২৩:৩৮
লকডাউনে অফিস-কারখানা-যানবাহন বন্ধ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: ১৪ এপ্রিল থেকে সাতদিনের লকডাউনে জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে, যানবাহন চলবে না, গার্মেন্টস কারখানা বন্ধ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে এই কথা জানান তিনি।

এর আগে সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের চিন্তা-ভাবনা করছে সরকার।

তিনি বলেন, ‘দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। সংগে জনগণের অবহেলা, উদাসীনতাও বাড়ছে। এই অবস্থায় সরকার জনস্বার্থে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা-ভাবনা করছে।’

ওবায়দুল কাদের আরও বলেন, গত সোমবার থেকে চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। উল্লেখ্য, এর আগে সোমবার (৫ এপ্রিল) থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর