thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

আকরাম খান করোনায় আক্রান্ত

২০২১ এপ্রিল ১০ ১১:০২:১৭
আকরাম খান করোনায় আক্রান্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান।

শনিবার গণমাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন জাতীয় দলের সাবেক এই তারকা।

চিকিৎসকদের পরামর্শ মেনে বর্তমানে ঢাকার মহাখালী ডিওএইচসের বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।

১৯৮৮ সালে জাতীয় দলের অভিষেকের পর ৪৪টি ওয়ানডে খেলেছেন ডান-হাতি এই ব্যাটসম্যান। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টের সদস্য ছিলেন। ২০০৩ সাল পর্যন্ত ৮টি টেস্ট খেলেছেন।

আকরাম খানের অধিনায়কত্বে ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। এর ধারাবাহিকতায় ওয়ানডে ও টেস্ট স্ট্যাটাস পায় টাইগাররা।

অন্যদিকে ৪৩টি প্রথম শ্রেণীর ম্যাচের পাশাপাশি ৯৪টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন চট্টগ্রামে জন্ম নেয়া এই ক্রীড়াবিদ।

(দ্য রিপোর্ট/আরজেড/১০ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর