thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

বার্সার জয়ের দিনে ইনজুরিতে মেসি

২০১৩ নভেম্বর ১১ ১২:৩৮:৫০
বার্সার জয়ের দিনে ইনজুরিতে মেসি


দিরিপোর্ট২৪ ডেস্ক : স্পেনের লা লিগায় জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বার্সেলোনা। সেস ফ্যাব্রিগাসের জোড়া গোলে তারা ৪-১ গোলে হারিয়েছে রিয়েল বেতিসকে।

জয় পেলেও খেলার ২১ মিনিটেই হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হযে মাঠ ছাড়েন লিওনেল মেসি। বার্সা কর্তৃপক্ষ জানিয়েছে, ইনজুরির বিষয়ে আরও জানতে কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে আর্জেন্টাইন তারকার।

ইনজুরিতে মেসি মাঠ ছাড়লেও সহজেই জিতেছে পয়েন্ট টেবিলের শীর্ষ দল বার্সা। খেলায় গোল করেছেন নেইমার, পেদ্রো ও ফ্যাব্রিগাস। প্রথমার্ধে একটি করে গোল করেন নেইমার ও পেদ্রো।

বিরতির পর ব্যবধান কমায় বেতিস। কিন্তু বার্সার দুরন্ত ফর্মের সামনে সুবিধা করতে পারেনি তারা। এই অর্ধে জোড়া গোল করেন আর্সেলানের সাবেক ফরোয়ার্ড ফ্যাব্রিগাস। এর মাধ্যমে ১৩ গোল নিয়ে লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোল দাতার স্থান নিজের দখলে রেখেছেন ফ্যাব্রিগাস। তার আগে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ উইঙ্গারের গোল সংখ্যা ১৬।

(দিরিপোর্ট২৪/এমআই/সিজি/জেএম/নভেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর