thereport24.com
ঢাকা, রবিবার, ৬ জুলাই 25, ২১ আষাঢ় ১৪৩২,  ১০ মহররম 1447

১৮ থেকে ২৪ এপ্রিল ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা

২০২১ এপ্রিল ১১ ১৭:২৬:০৬
১৮ থেকে ২৪ এপ্রিল ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ ও সংলগ্ন উজানের অংশে (ভারতে) ১৮ থেকে ২৪ এপ্রিল ভারি বৃষ্টিপাত হতে পারে। এতে দেশে আকস্মিক বন্যার সৃষ্টি হবে কি না, তা এখনই জানানো হয়নি।

আজ রোববার (১১ এপ্রিল) বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেলের তথ্যের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা সম্পর্কিত বিশেষ প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেলের তথ্যমতে, বাংলাদেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে এপ্রিলে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জলবায়ু পর্যালোচনা করে দেখা যায়, এপ্রিল মাসের স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ১৬০ থেকে ২৩০ মিলিমিটার।

১১ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সময়ে বাংলাদেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এই সময়ে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল সামগ্রিকভাবে কমতে পারে এবং আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।

(দ্য রিপোর্ট/আরজেড/১১ এপ্রিল, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর