thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সূচক ও লেনদেনে উত্থান 

২০২১ এপ্রিল ১২ ১৪:২৬:৫৪
সূচক ও লেনদেনে উত্থান 

দ্য রিপোর্ট প্রতিবেদক:সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেনে উত্থান দেখা গেছে।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও এদিন সূচক বেড়েছে, তবে লেনদেন কমেছে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইরপ্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৩পয়েন্ট বেড়ে অবস্থান করছে৫ হাজার ১৮৮পয়েন্টে।অন্য সূচক গুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ১৮২ এবং ১ হাজার ৯৬০ পয়েন্টে।

রোববার ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছিল৪৫৬ কোটি ৫৫ লাখটাকার শেয়ার ও ইউনিট । আজ লেনদেন হয়েছে৪৯৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এ হিসেবে আজ ডিএসইতে ৪৯৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট কম লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া৩৪৫টিকোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬ টির শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই২৫পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৮ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া২০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৮৯টির, দর কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি। লেনদেন হয়েছে ১৪ কোটি ৮লাখ টাকার শেয়ার ও ইউনিট।

দ্য রিপোর্ট/এএস/ ১২ এপ্রিল ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর